Monday, October 31, 2016

Na Re Meye

নারে মেয়ে, না রে বোকা মেয়ে
আমি ঘুমোবো না
নির্জন পথের দিকে চেয়ে
এমন জেগেছি কত রাত
আকাঙ্ক্ষার দাঁত
ছিঁড়েছে আমাকে
তুই ঘুমো দেখি, শান্ত হয়ে ঘুমো
শিশিরে লাগেনি তার চুমো
বাতাসে ওঠেনি তার গগন
ওরে বোকা
এখন রয়েছে রাত্রি
দরজায় পরেনি তার টোকা
_____________ ২৭ শে আগস্ট, ২০১২
_____________ রাজিবুল হাসান রনি