Sunday, December 18, 2016

আমার আকাশ

আমি ফিরে পেতে চাই
আমাকে
যদি মনে হয় ভাসমান
আমি উড়ে যেতে চাই আমার আকাশে
আমার আকাশ তোমার আকাশ
মাঝে কি ব্যবচ্ছেদ
উড়ে যেতে চাও
ডানা মেলে
ফিরে পেতে চাও
তুমি তোমার নিজেকে
যদি ভালবাসা তোমার হয়
তবে আমার ভালবাসা কোথায়
সীমানার ওপারে
দিগন্তের বাইরে
আকাশের উর্ধে
আমাকে আমার মত থাকতে দাও
তুমি ভালবাসবে আমায়
ভালবেসে যাও
তবে কেন আমায় 
আমায় বদলাতে চাও 

প্রেম এর রাজত্ব

তুমি আমি একই শহরে
অথচ ভিন্ন গ্রহে
গ্যালাক্সীর শেষ প্রান্তে
ইশ... যদি জানতে
তবে, তবে তুমি কানতে
কান্নায়  নেই লাভ
যমুনা সেতুর ... সেই ভাব
আমরা জনগন ... বড়ই অভাব
ও, এটাই তো আমাদের স্বভাব
নাকি প্রভাব

আজ প্রেমের ও রাজত্ব
তবে এখানেও, শর্ত প্রযোজ্য
তোমার জন্য মানতে রাজি
যে কোন শর্ত
করবে কি আজ
আমায় নিয়ে
প্রেম এর রাজত্ব

কোন এক সময়

কোন এক সময়
শুধু তোমাকে নিয়েই
আমার সকল স্বপ্ন
সকল আশা
সকল চাওয়া পাওয়া ছিল
বলতে পার তুমি আমার একটা পৃথিবী ছিলে
ভাবছ কথাগুলো মুখের কথা 
না এটা তুমি ভাবতে পার না
কারন তুমি জানতে তোমাকে কতটা ভালোবেসে ছিলাম
কিন্তু এখন ভুলতে চাচ্ছি
শুধু মুক্তি নিতে চাচ্ছি এই নষ্ট স্মৃতিগুলো থেকে
জানি না কেউ কাউকে ঠিক এভাবে অসাধারন মিথ্যা ভালোবাসার অভিনয় করে কষ্ট দিয়েছে কি না
আজ হয়তো ভাবছ হঠাৎ করে আমি এত বদলে গেলাম কেন
সত্যিই আমিও বদলে গেছি
তোমার মত
তাই তো তোমার জন্য অপেক্ষায় আর নেই
তোমার জন্য হৃদয়ে একটু ভালবাসা ও আর নেই
মুছে দিতে চাচ্ছি তুমি নামক কষ্টটা কে
আর চাই না কোন এক পথের বাকেঁ
তোমার সাথে আমার দেখা হয়ে যাক
চাই না মনে করতে ভালোবাসার মানুষ বদলের একজন কে
যে সুখের জন্য সব পারে, সে হৃদয় ও ভাঙ্গতে পারে
তবে মনে হচ্ছে সেদিন আর বেশি দুরে নয়,
যেদিন তুমি তোমার সুখের জন্য কাঁদবে,
আর সেদিন হয়তো মনের অজান্তেই একটু হাসবো আমি ,,,,,,,

Monday, October 31, 2016

Na Re Meye

নারে মেয়ে, না রে বোকা মেয়ে
আমি ঘুমোবো না
নির্জন পথের দিকে চেয়ে
এমন জেগেছি কত রাত
আকাঙ্ক্ষার দাঁত
ছিঁড়েছে আমাকে
তুই ঘুমো দেখি, শান্ত হয়ে ঘুমো
শিশিরে লাগেনি তার চুমো
বাতাসে ওঠেনি তার গগন
ওরে বোকা
এখন রয়েছে রাত্রি
দরজায় পরেনি তার টোকা
_____________ ২৭ শে আগস্ট, ২০১২
_____________ রাজিবুল হাসান রনি

Friday, September 23, 2016

কেন তুমি দূরে

তোমাকে একবার কাছ
থেকে দেখতে বড় ইচ্ছে
হয়, কেন তুমি দূরে,
কবে আসবে আছে?
কবে দেখবে 
আমার দুচোখ তোমায়
কাছ থেকে
আপন করে

সারা রাত

সারা রাত আমি ভাবি তার কথা
সকাল বেলা চোখ খুলে দেখি
চোখে ভাসে তার চেহারা
নেশার মতন আমি দেখে যাই তার মুখ
সারাটিক্ষণ শুধু তার কথাই ভাবি
মাঝে মাঝে মনে পড়ে কিছু অজানা দুঃখ
সাড়াটাক্ষণ মনে হয় আমার এই জীবন
তাকে ছাড়া পুরোপুরি অপূর্ণ এ এই ভূবন

Monday, August 22, 2016

Play Road Rash in Windows 7/8/8.1/10

Guys, Like me, who played computer games in 2000, must have played the game roadrash. it was marvelous and mindblowing. But the problem is this, it doesn't work on Windows 7/8/8.1/10. It works only Windows 98/ME/XP

But I can not give up. So I tried and tried on and on and found one solution.

For this, you have to download the the zip file, unzip it, install it, copy the .bat file in the installation directory, and hola... you are done... The RoadRash is playable in Windows 10 !!!

Here is the link
DOWNLOAD
MIRROR