নারে মেয়ে, না রে বোকা মেয়ে
আমি ঘুমোবো না
নির্জন পথের দিকে চেয়ে
এমন জেগেছি কত রাত
আকাঙ্ক্ষার দাঁত
ছিঁড়েছে আমাকে
তুই ঘুমো দেখি, শান্ত হয়ে ঘুমো
শিশিরে লাগেনি তার চুমো
বাতাসে ওঠেনি তার গগন
ওরে বোকা
এখন রয়েছে রাত্রি
দরজায় পরেনি তার টোকা
_____________ ২৭ শে আগস্ট, ২০১২
_____________ রাজিবুল হাসান রনি
আমি ঘুমোবো না
নির্জন পথের দিকে চেয়ে
এমন জেগেছি কত রাত
আকাঙ্ক্ষার দাঁত
ছিঁড়েছে আমাকে
তুই ঘুমো দেখি, শান্ত হয়ে ঘুমো
শিশিরে লাগেনি তার চুমো
বাতাসে ওঠেনি তার গগন
ওরে বোকা
এখন রয়েছে রাত্রি
দরজায় পরেনি তার টোকা
_____________ ২৭ শে আগস্ট, ২০১২
_____________ রাজিবুল হাসান রনি