আমি ফিরে পেতে চাই
আমাকে
যদি মনে হয় ভাসমান
আমি উড়ে যেতে চাই আমার আকাশে
আমার আকাশ তোমার আকাশ
মাঝে কি ব্যবচ্ছেদ
উড়ে যেতে চাও
ডানা মেলে
ফিরে পেতে চাও
তুমি তোমার নিজেকে
যদি ভালবাসা তোমার হয়
তবে আমার ভালবাসা কোথায়
সীমানার ওপারে
দিগন্তের বাইরে
আকাশের উর্ধে
আমাকে আমার মত থাকতে দাও
তুমি ভালবাসবে আমায়
ভালবেসে যাও
তবে কেন আমায়
আমায় বদলাতে চাও
আমাকে
যদি মনে হয় ভাসমান
আমি উড়ে যেতে চাই আমার আকাশে
আমার আকাশ তোমার আকাশ
মাঝে কি ব্যবচ্ছেদ
উড়ে যেতে চাও
ডানা মেলে
ফিরে পেতে চাও
তুমি তোমার নিজেকে
যদি ভালবাসা তোমার হয়
তবে আমার ভালবাসা কোথায়
সীমানার ওপারে
দিগন্তের বাইরে
আকাশের উর্ধে
আমাকে আমার মত থাকতে দাও
তুমি ভালবাসবে আমায়
ভালবেসে যাও
তবে কেন আমায়
আমায় বদলাতে চাও