Monday, January 30, 2017

তোমাকে দেখি

অথচ কী আশ্চর্য!
যখন তোমার মুখিমুখি এসে দাঁড়াই…
সব ভাবনাগুলোতে
অবিচ্ছিন্ন ঘোরপ্যাচ লেগে যায় …
বাগযন্ত্র যেন ভুলে যায় উচ্চারণ…
কেবল তোমাকে দেখি,
তোমাকে দেখি…
প্রতিদিন নতুন করে
তোমাকে দেখি…
চির নতুন আমার
দীপ শিখাটি……..

এলোমেলো

এমন পৃথিবী চাইনি তো আমি….
দু’হাত বাড়াই…
কিছুই না পাই…..
মনটাকে খুব লাগে একা…
ভীষন রকম ফাকা ফাকা….
এমন কি নেই বন্ধু এমন….
যাকে ধরে বাঁচে জীবন….
ছন্দময় হয় সব স্বপ্নগুলো….
কেমন জেনো হয় এলোমেলো….
তাইতো খোলা আকাশ দেখি….
মহাশুন্যে মেলে সে কি….
রোদ মেঘ আর বৃষ্টি ঝড়ে….
আমার মনের মানুষ অনেক দুরে….
কষ্টগুলো জেনো কেমন বোকা বোকা….
অধীর অপেক্ষায় তাই এই যে একা….
বন্ধু তোমার প্রতীক্ষায় দীর্ঘ রজনী…
স্বপ্ন নিয়ে বসে থাকা…..
কবে আসবে সেই আলোর মিছিল….
সঙ্গে নিয়ে যাবে আমায়….
পরে আছি একরাশ স্বপ্ন নিয়ে…
ভরিয়ে দেবে ভালোবাসায়………..
তার দু’টি হাত আমার হবে….
তার স্বপ্নগুলো নেবো কিনে….
তার চোখ দু’টি খুঁজবে আমায়….
পূর্ন হবে জীবন কানায় কানায়…………..

অপেক্ষা

হেমন্তে আসেনি বসন্তে ভেসেছি….
অপেক্ষা আর কতক্ষণ…..
সময়ের আগে ভেঙে গেছে মেলা…
জীবনের যত আয়োজন…

দেহ ঠিকি আছে তবু ভেঙে চৌচির…
মরে গেছে সেই মন….
যতটুকু চাই সব ফিকে হয়ে যায়….
নিলাম হতে চায় প্রয়োজন…

ভালোবাসা

কোথাকার জল কোথায় গড়ালে
বলে তারে ভালোবাসা
অরুপের তরে করেছি যতন
দেখি নাই তাই বিষমেশা

অন্তরে জ্বলে দিবানিশি এক চাওয়া
বসন্তে পুড়েছে মন
ঝড়ে পড়েছে অব্যক্ত যাতনায়
প্রতিপলে প্রতিক্ষণ

কি চাই তাই তো জানি না পাওয়ার আশা করে বসে থাকি

অভিমানী মন মানে না
বোঝে না
এত কিছু বোঝে শুধু
প্রেমটাই বোঝে না

বুঝতো
যদি তোমার
আজ আমরা প্রশ্ন
উত্তর আমাদের সন্তান
এরই মাঝে
আমাদের
রান্নাঘরের চুলোর ধারে


দিয়াশলাই এর বাক্স
কাঠি অনেকগুলো

জল মেঘের কাছে
তোমার যত্নে গাছ বাচে

সকালে আসবে বলে তুমি
আসতে করেছ অনেক দেরী

ক্ষেত এ হাল ধরলে
পাওয়া যায় ধান
সাপে কাটা কপাল আমার


Saturday, January 28, 2017

স্বপ্ন

নির্ঘুম চোখ …..
দেখছে আকাশ…
নিজেকে …শোনাই নিজের গান…..
স্বপ্নরা জেগে থাক নির্বাক তাকিয়ে….
নিয়ে একরাশ…. অভিমান….
হৃদয় মাঝারে রাখিলাম যারে…
সেতো ধরা দেয়না….
অধরা হয়ে চাঁদ বুঝি তাই….
চোখের নোনা জল সয়না….
দুইয়ে মিলেমিশে মেলালো ধারায়…
তাই বুঝি বইছে কষ্টের উজান…
নির্ঘুম চোখ ….
দেখছে আকাশ…
নিজেকে …শোনাই নিজের গান….
চেনা ঘর দোর পরিপাটি সব…
তবু তুমি কেনো অচেনা…
খুব কাছাকাছি…
জানি বেঁচে আছি…
স্মৃতির সমুদ্রে পদচারণা….
একই আকাশের নিচেই আছি…
তবু কেনো জানি এতো ব্যবধান….
স্বপ্নরা জেগে থাক নির্বাক তাকিয়ে…....
নিয়ে একরাশ…. অভিমান….
পলাতক চাঁদ...জোছনা দিলোনা…
প্রহর ভাঙে তাই…সুদুর তীব্র টান…

অন্ধকার

অন্ধকার রজনীতে একা আমি নিষিদ্ধ পথিক , 
জেগে থাকি স্বপ্ন মুড়ানো এক পৃথিবী হাতে , 
শুনেছি স্বপ্নের মড়মড় ধ্বনি , 
মিথ্যে তো নয় এ শব্দ 
এ যে আমারই হৃদয়ে 
কেউ একজন বিচরণ করছে অবাধে , 
কেউ একজন হেটে যাচ্ছে বুকের রাজপথ ধরে

Tuesday, January 24, 2017

Ensiferum - Victory Song - LYRICS ONLY



The plan of invasion
an Evil deception
Was made in the halls of the dark kingdom
To steal their riches
To slave them all
To make them kneel for a new God