এমন পৃথিবী চাইনি তো আমি….
দু’হাত বাড়াই…
কিছুই না পাই…..
মনটাকে খুব লাগে একা…
ভীষন রকম ফাকা ফাকা….
এমন কি নেই বন্ধু এমন….
যাকে ধরে বাঁচে জীবন….
ছন্দময় হয় সব স্বপ্নগুলো….
কেমন জেনো হয় এলোমেলো….
তাইতো খোলা আকাশ দেখি….
মহাশুন্যে মেলে সে কি….
রোদ মেঘ আর বৃষ্টি ঝড়ে….
আমার মনের মানুষ অনেক দুরে….
কষ্টগুলো জেনো কেমন বোকা বোকা….
অধীর অপেক্ষায় তাই এই যে একা….
বন্ধু তোমার প্রতীক্ষায় দীর্ঘ রজনী…
স্বপ্ন নিয়ে বসে থাকা…..
কবে আসবে সেই আলোর মিছিল….
সঙ্গে নিয়ে যাবে আমায়….
পরে আছি একরাশ স্বপ্ন নিয়ে…
ভরিয়ে দেবে ভালোবাসায়………..
তার দু’টি হাত আমার হবে….
তার স্বপ্নগুলো নেবো কিনে….
তার চোখ দু’টি খুঁজবে আমায়….
পূর্ন হবে জীবন কানায় কানায়…………..