Wednesday, March 1, 2017

IDM- Internet Download Manager 6.27 Build 5 Full Version

IDM- Internet Download Manager 6.27 Build 5 Full Version

Friday, February 24, 2017

All Microsoft Visual C++ Redistributable Packages one-click installer

Microsoft Visual C++ Redistributable Packages are required public DLL runtime libraries for any software written using Microsoft Visual Studio 20XX IDE, which can be interpreted as the dictionary files for running programs. And considering the application’s file size, most of them do not come with those common DLL files. As a consequence, installing the corresponding runtime libraries are always the first thing to do before using this kind of applications.

Monday, February 6, 2017

আকাশের কান্না যদি বৃষ্টি হয়
পাহাড়ের কান্না যদি ঝর্না হয়
চোখের কান্না যদি অশ্রু হয়
তা হলে অবুঝ হৃদয়ের
নীরব কান্নার নাম কি??????...

ক্ষুদ্র

ক্ষুদ্র একটুকরো পৃথিবী আর
আকাশ ভরা নক্ষত্রের মায়া
তোমরা দেখো চাঁদের গাঁয়ে কলঙ্ক
সাধু খোঁজে ঈশ্বরের পদ ছায়া

Thursday, February 2, 2017

আশা

সামান্য কি ক্ষতি হবে তাতে.............?
যদি পৃথিবীর খুব অল্প একটু আকাশ...একটুকরো জমি হতো...
ঘর নামক একটা ছোট জায়গা দিবেন.....
একটু সস্তিতে ঘুমাতে পারতাম তবে......
প্রশ্ন করি যদি এ কি খুব বড় আশা.....
যদি চান, আমি আমার জীবন নিতে পারেন....
এ এক প্রতিশ্রুতি ...তোমাকে করবেনা প্রশ্নবিদ্ধ.....
বাড়ির আঙ্গিনায় একটি ছোট খোলা মাঠ হতে পারে ....
কাদা পাতলা স্তর গঠিত একটি চুলা হতে পারে....
আগুনের একটু পরিমাণ বেশি হতে পারে....
আর ধোঁয়ার অন্ধকারে ঢাকতে পারে.....
আমরা দুই জন থাকবো...এমন পরিমাণ স্বপ্নের প্রহরে.....
রাতের ভাগ চাইবোনা.. এই ছোট অথচ দু:সহ জীবনে....

অসম্ভব প্র্রেম

অসম্ভব প্র্রেমে পড়ে গেছি….
এক সুন্দর সুভ্রতার…..
সূর্যদয়ের আড়াল করে
সে হেসে উঠলো আমার মনের গভীরে….
শিশিরের রেশ ধানের ওপর থাকলে যেমন ফুটে ওঠে….
গাঙচিলের ডানায় ইচ্ছের টানাপোড়ন যেভাবে ছোটে…..
তীব্র সে অবগাহন………
আমি এভাবেই ভালোবাসী তাকে………….
দুরত্ব যদি শুন্যতায় ভর করে…
তবে আমি তার সীমানায় অপেক্ষা করি…
সব বাঁধা পেরিয়ে
সে আসবে একদিন
আমার গহীন দুয়ারে….
বলবে…ভালোবাসী তোমায় অনেক দিন ধরে…..
যেমন শ্যাওলা জন্মায় শান বাঁধানো ঘাটে…………..
মনে পড়ে নির্জন রাতে
মেঠো পথে চাঁদের বানভাসী আলো কিভাবে…
মোহমুগ্ধ করতো তোমার মত…
পার্থক্য এখন তুমি আমার জীবন জুড়ে….
আমার ঘরের আঙিনা তোমার স্পর্শ খুঁজে ফেরে…
আমায় একাকী কোরে…।
আমি তোমার টানেই মন্ত্র মুগ্ধ হয়ে কান পাতি আকাশ পানে….
তুমি কেমন আছো কে জানে…
মনটা কেনো এমন তোমার জন্য গুমরে মরে….
আচ্ছা বলতো…কষ্টের রং নীল কেন?
ঐ আকাশ কিংবা সাগর এর রঙ ও যে নীল…
তবুও মানুষ বিশাল আকাশে,…
সাগরের গহীনে স্বপ্ন বুনে,,,,
কেউ কেউ কেন জানি খালি হাতে ফিরে আসে..,
শূন্যতা যেন তার জীবনের পরম বন্ধু,,,
বলো তবু তুমি কেনো মনের খুব কাছে থেকে থাকো দুরে….
আমি আকাশের বুকে রঙ্গিন ঘুড়ি উড়াই,….
সাগরের গভীর থেকে গহীনে কান পেতে থাকি,,,,
একদিন জানি তুমি আসবে সকল ভির ঠেলে আমার কাছে….
হৃদয় প্রাঙ্গনে….
কানের কাছে মুখ রেখে বলবে….
এই হাত দুটো রেখো সারাজীবন শুধু তোমার করে….

Wednesday, February 1, 2017

তুই চাই

আমি একটা তুই চাই,,,
একটা সত্যিকারের তুই চাই।
যে জানবে আমার পুরো ভিতরটা...
জানবে আমার লুকানো সব দোষ...
আমার বদ মাইশি...
আমার নোংরামি...
আমার সব কলঙ্ক।
যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে...
আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নিবে
নিজের খাতার প্রথম পাতায়।
আমি এমন একটা তুই চাই...
যাকে আমি নির্দ্বিধায় উপহার দিবো
আমার সব অনিয়ম...
আমার অপারগতা...
আমার বদ অভ্যাস...
আমার উশৃঙ্খলতা।
আমি পিঠ চাঁপড়ে তার কাঁধে তুলে দিবো
আমার অসহায়ত্বের ঝুলি...
আমার একাকীত্ব...
আমার নিঃস্বঙ্গতার কষ্ট...
আমার দুশ্চিন্তা...
আমার হতাশা।
সবগুলো ঝাঁড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে
সে বাঁধবে মস্ত বড় একটা বস্তা...
তারপর কুলির মতো মাথায় করে
বয়ে নিয়ে যাবে সেইসব অভিশাপ...
আর হাসতে হাসতে বলবে...
ভিষন ভারী রে...
কি করে এতদিন বইলি এই বোঝা?
তারপর ঠিকানা ছাড়া পথে
হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত...
সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে মারবে সেই বস্তা...
ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে
আমার সব অভিশাপের ঝুলি।
আমি ঠিক এমন একটা তুই চাই।

Monday, January 30, 2017

তোমাকে দেখি

অথচ কী আশ্চর্য!
যখন তোমার মুখিমুখি এসে দাঁড়াই…
সব ভাবনাগুলোতে
অবিচ্ছিন্ন ঘোরপ্যাচ লেগে যায় …
বাগযন্ত্র যেন ভুলে যায় উচ্চারণ…
কেবল তোমাকে দেখি,
তোমাকে দেখি…
প্রতিদিন নতুন করে
তোমাকে দেখি…
চির নতুন আমার
দীপ শিখাটি……..

এলোমেলো

এমন পৃথিবী চাইনি তো আমি….
দু’হাত বাড়াই…
কিছুই না পাই…..
মনটাকে খুব লাগে একা…
ভীষন রকম ফাকা ফাকা….
এমন কি নেই বন্ধু এমন….
যাকে ধরে বাঁচে জীবন….
ছন্দময় হয় সব স্বপ্নগুলো….
কেমন জেনো হয় এলোমেলো….
তাইতো খোলা আকাশ দেখি….
মহাশুন্যে মেলে সে কি….
রোদ মেঘ আর বৃষ্টি ঝড়ে….
আমার মনের মানুষ অনেক দুরে….
কষ্টগুলো জেনো কেমন বোকা বোকা….
অধীর অপেক্ষায় তাই এই যে একা….
বন্ধু তোমার প্রতীক্ষায় দীর্ঘ রজনী…
স্বপ্ন নিয়ে বসে থাকা…..
কবে আসবে সেই আলোর মিছিল….
সঙ্গে নিয়ে যাবে আমায়….
পরে আছি একরাশ স্বপ্ন নিয়ে…
ভরিয়ে দেবে ভালোবাসায়………..
তার দু’টি হাত আমার হবে….
তার স্বপ্নগুলো নেবো কিনে….
তার চোখ দু’টি খুঁজবে আমায়….
পূর্ন হবে জীবন কানায় কানায়…………..

অপেক্ষা

হেমন্তে আসেনি বসন্তে ভেসেছি….
অপেক্ষা আর কতক্ষণ…..
সময়ের আগে ভেঙে গেছে মেলা…
জীবনের যত আয়োজন…

দেহ ঠিকি আছে তবু ভেঙে চৌচির…
মরে গেছে সেই মন….
যতটুকু চাই সব ফিকে হয়ে যায়….
নিলাম হতে চায় প্রয়োজন…

ভালোবাসা

কোথাকার জল কোথায় গড়ালে
বলে তারে ভালোবাসা
অরুপের তরে করেছি যতন
দেখি নাই তাই বিষমেশা

অন্তরে জ্বলে দিবানিশি এক চাওয়া
বসন্তে পুড়েছে মন
ঝড়ে পড়েছে অব্যক্ত যাতনায়
প্রতিপলে প্রতিক্ষণ

কি চাই তাই তো জানি না পাওয়ার আশা করে বসে থাকি

অভিমানী মন মানে না
বোঝে না
এত কিছু বোঝে শুধু
প্রেমটাই বোঝে না

বুঝতো
যদি তোমার
আজ আমরা প্রশ্ন
উত্তর আমাদের সন্তান
এরই মাঝে
আমাদের
রান্নাঘরের চুলোর ধারে


দিয়াশলাই এর বাক্স
কাঠি অনেকগুলো

জল মেঘের কাছে
তোমার যত্নে গাছ বাচে

সকালে আসবে বলে তুমি
আসতে করেছ অনেক দেরী

ক্ষেত এ হাল ধরলে
পাওয়া যায় ধান
সাপে কাটা কপাল আমার


Saturday, January 28, 2017

স্বপ্ন

নির্ঘুম চোখ …..
দেখছে আকাশ…
নিজেকে …শোনাই নিজের গান…..
স্বপ্নরা জেগে থাক নির্বাক তাকিয়ে….
নিয়ে একরাশ…. অভিমান….
হৃদয় মাঝারে রাখিলাম যারে…
সেতো ধরা দেয়না….
অধরা হয়ে চাঁদ বুঝি তাই….
চোখের নোনা জল সয়না….
দুইয়ে মিলেমিশে মেলালো ধারায়…
তাই বুঝি বইছে কষ্টের উজান…
নির্ঘুম চোখ ….
দেখছে আকাশ…
নিজেকে …শোনাই নিজের গান….
চেনা ঘর দোর পরিপাটি সব…
তবু তুমি কেনো অচেনা…
খুব কাছাকাছি…
জানি বেঁচে আছি…
স্মৃতির সমুদ্রে পদচারণা….
একই আকাশের নিচেই আছি…
তবু কেনো জানি এতো ব্যবধান….
স্বপ্নরা জেগে থাক নির্বাক তাকিয়ে…....
নিয়ে একরাশ…. অভিমান….
পলাতক চাঁদ...জোছনা দিলোনা…
প্রহর ভাঙে তাই…সুদুর তীব্র টান…

অন্ধকার

অন্ধকার রজনীতে একা আমি নিষিদ্ধ পথিক , 
জেগে থাকি স্বপ্ন মুড়ানো এক পৃথিবী হাতে , 
শুনেছি স্বপ্নের মড়মড় ধ্বনি , 
মিথ্যে তো নয় এ শব্দ 
এ যে আমারই হৃদয়ে 
কেউ একজন বিচরণ করছে অবাধে , 
কেউ একজন হেটে যাচ্ছে বুকের রাজপথ ধরে

Tuesday, January 24, 2017

Ensiferum - Victory Song - LYRICS ONLY



The plan of invasion
an Evil deception
Was made in the halls of the dark kingdom
To steal their riches
To slave them all
To make them kneel for a new God